নিয়োগবিধি হালনাগাদের দাবি পরিবার পরিকল্পনা কর্মীদের
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ১:৪০:২৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক ::
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিয়োগবিধি হালনাগাদ করার দাবি জানিয়েছেন। বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি বলছে, নিয়োগবিধি হালনাগাদ না হওয়ায় তাদের পদোন্নতি হচ্ছে না।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সমিতির পক্ষ থেকে এ দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, ২০০১ সালে শেখ হাসিনা সরকারে আসার পর মাঠকর্মীসহ ৪৩ হাজার ৫৪০ কর্মকর্তা-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয়।
কিন্তু দীর্ঘ ২১ বছরেও নিয়োগবিধি হালনাগাদ না করায় অনেক কর্মী কোনো পদোন্নতি ছাড়াই অবসরে গেছেন। বর্তমান বেতন কাঠামোতে পরিবার কল্যাণ সহকারীদের ১৬ এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকদের ১৭ নম্বর গ্রেডে রাখা হয়েছে যা পুরনো নিয়মে চতুর্থ শ্রেণির সমতুল্য। নিয়োগ বিধি হালনাগাদ করে পরিবার কল্যাণ সহকারীদের ১১ এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকদের ১০ নম্বর গ্রেড (পুরনো নিয়মে তৃতীয় শ্রেণি) দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
পাশাপাশি নিয়োগবিধিতে পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং পরিদর্শকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি নির্ধারণের দাবি জানানো হয়। বর্তমানে ৪ হাজার ৫০০ পরিদর্শক এবং ২৩ হাজার ৫০০ সহকারী পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরিরত বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার বলেন, “আমরা যদি চতুর্থ শ্রেণির হয়ে থাকি, তাহলে কোনো কক্ষের সামনে বসে থাকব, পিয়নের কাজ করব; আমাদের কাছে তো টেবিল কাগজ কলম থাকার কথা নয়।” দাবি পূরণ না হলে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন এবং তারপর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।