দোয়ারাবাজারে গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ২:১১:০৯ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজারে নিজ বসতঘর থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সদর ইউনিয়নের মাইঝখলা গ্রামের মকদ্দছ আলীর পুত্র আবিজ আলী (৪৫) কে নিজ বসতঘরে রাতের আঁধারে দুর্বৃত্তরা তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। শুক্রবার সকালে পাশর্^বর্তী বাড়ীর লোকজন তার মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে। দোয়ারাবাজার সদর ই্উপি চেয়ারম্যান হাজী এম এ বারী বলেন, ঘটনাটি দু:খজনক, প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবী করছি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। উর্ধতন কমকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।