জগন্নাথপুরে ব্যাপক উৎসাহে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ২:৪৮:২৫ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রতি বছরের মতো এবারো জগন্নাথপুর পৌর শহরের সিলেটী বাসস্ট্যান্ড এলাকায় রথ বাড়িতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, দিপক গোপ, পূজা উদযাপন কমিটির প্রণব কুমার বণিক, ব্যবসায়ী শশীকান্ত গোপ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
এদিকে, রথযাত্রা উৎসবে ধর্মবর্ণ নির্বিশেষে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠে রথ বাড়ি সহ আশপাশ এলাকা। এতে প্রায় কয়েক শতাধিক অস্থায়ী দোকান বসে। এসব দোকানে শিশুদের পছন্দের খেলনা, মাটির পুতুল, মাটির ঘোড়া, মাটির ষাড় সহ বিভিন্ন পণ্য সামগ্রীর পসরা ছিল। যা শিশু ও তরুণ-তরুনীদের আকর্শনীয় করে তুলে। যে কারণে উৎসবে এসে শিশুদের মধ্যে আনন্দের সীমা ছিল না।