দ. আফ্রিকায় বাংলাদেশিকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ৩:০৭:২৭ অপরাহ্ন
প্রবাস ডেস্ক ::
দক্ষিণ আফ্রিকায় ইয়াছিন আরাফাত (৪৬) নামে এক ব্যক্তিকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে তার সহকর্মীদের বিরুদ্ধে। গত সোমবার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে দেশটির বলুমপয়েন্ট এলাকা এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে ইয়াছিনের আরেক সহকর্মী তার পরিবারকে মুঠোফোনের মাধ্যমে এ সংবাদ জানায়।
নিহত ইয়াছিন নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ফজলুল হক। দুই ভাই ও দুই বোনের মধ্যে ইয়াছিন সবার বড় ছিলেন।
নিহতের পরিবার জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় টিএসএফ নামে একটি কোম্পানীতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন ইয়াছিন। গত সোমবার রাতে ওই প্রতিষ্ঠানের সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে অংশগ্রহণ করেন তিনি। সেখানে কোল্ডড্রিংসের সঙ্গে বিষ মিশিয়ে তাকে পান করতে দেন সহকর্মীরা। পরে সেখানেই মৃত্যু হয় ইয়াছিনের।
নিহতের ছোট ভাই নূরুল আমিন দৈনিক আমাদের সময়কে জানান, তার ভাই ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। তার দুটি কন্যাসন্তদান রয়েছে। এবার ছুটিতে দেশে আসার কথা ছিলো তার। ইয়াছিনের লাশ দেশে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তিনি।