ক্রিকেট খেলা নিয়ে ঢামেক হলের মাঠে সংঘর্ষ, আহত ১২
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ৩:০৯:০৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক ::
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দল ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর চক বাজার থানার বকসি বাজার মোড়ে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ডা. ফজলে রাব্বি হলের মাঠে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, সাইফুল (২২), সুমন (২২), রুমান শাহরিয়ার (২২), নিশাত (২২), আবদুর রউফ, নিয়ামুল (২৩), প্রকৃতি (২৩), তানজিন (২৩) ও তনময় (২০)। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল ক্যাম্প পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানেই তাদের চিকিৎসা দেওয়া হয়।’