এরশাদের রোগমুক্তি কামনায় সিলেট জাপার দুআ মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ৩:৩৬:২০ অপরাহ্ন
জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় দুআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর জেলা জাপার উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) এর মসজিদে দুআ ও মিলাদ শেষে শিরনি বিরতণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, ছাব্বির আহমদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাপার সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাহিদা আক্তার, যুগ্ম আহ্বায়ক ইশরাকুল হোসেন শামীম, আব্দুল মালেক খান, আলতাফুর রহমান আলতাব, জেলা জাপার সাবেক সহসভাপতি আব্দুশ শহীদ লস্কর বশির, বাহার খন্দকার, আহসান হাবিব মঈন, জাপা নেতা বাশির আহমদ, জেলা পরিষদ সদস্য মামুনুর রশীদ মামুন, মর্তুজা আহমদ চৌধুরী, আশিক মিয়া, কেন্দ্রীয় মহিলা পার্টির সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগরের আহ্বায়ক শিউলি আক্তার, যুব সংহতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলী আশিক, জাপা নেতা দৌলা মিয়া, কেন্দ্রীয় শ্রমিক পার্টির সহ সাংগঠনিক সম্পাদক বরকত আলী, জেলা শ্রমিক পার্টির সভাপতি শাহজাহান সেলিম, জাপা নেতা শামসুজ্জামান বাবুল, মুজিবুর রহমান, এম. রফিক আহমদ, সাইফুল সেলু, সেলিম আহমদ, শাহ আলম রিয়াদ, মহানগর যুব সংহতির সভাপতি সুফিয়ান খান, সদস্য সচিব মাহবুবুর রহমান, যুব সংহতি নেতা মুর্শেদ খান, জাপা নেতা কামাল আহমদ তালুকদার, রাবেল হোসেন, মহানগর ছাত্র সমাজের আহ্বায়ক আফজাল হোসেন মান্না, দক্ষিণ সুরমা যুব সংহতির আহ্বায়ক আখতার হোসেন, সদস্য সচিব বুলবুল আহমদ, যুব সংহতি নেতা হোসেন আহমদ, তাজুল ইসলাম, ছাত্র সমাজ জয়নুল আবেদীন, রুহুল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি