খাদিমপাড়ায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এডভোকেট আফছরসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ৩:৪৮:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
যুবলীগের দুই গ্রপের সংঘর্ষের ঘটনায় খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদসহ ১৬ জনের নামে আদালতে নতুন করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে। খাদিমপাড়া ইউনিয়নের বাহুবল এলাকার দিপু দেবনাথের ছেলে সত্যজিৎ দেবনাথ সেতু বাদি হয়ে গত বৃহস্পতিবার সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে শাহপরান (র.) থানাকে মামলা রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছেন।
খাদিমপাড়া ইউনিয়নের বাহুবল এলাকার দিপু দেবনাথের ছেলে সত্যজিৎ দেবনাথ সেতুকে আসামিগণ হাতে থাকা লাঠি ও হকিস্টিক দিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। আসামিদের আঘাতে তার ডান হাত প্রায় অচল হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট সদর উপজেলার খাদিমপাড়ায় যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মামলায় যুবলীগ নেতা চেয়ারম্যান আফছর আহমদ ছাড়াও এজাহার নামীয় অন্য আসামিরা হলেন খাদিমপাড়া ইউনিয়নের দত্তগ্রামের ইমরান সরকারের ছেলে আতিক হাসান ডালিম (২৫), কল্লগ্রামের শহিদ মিয়ার ছেলে জামাল আহমদ (২৩), একই গ্রামের সোলেমান মিয়ার ছেলে ফখরুল ইসলাম দুলু (৩৫), লালখাটঙ্গীর ফজল মিয়ার ছেলে বদরুল ইসলাম (৩৩), একই গ্রামের আলী (২৫), দাসপাড়ার রফিক মিয়ার ছেলে বাবুল আহমদ (৩৩), রস্তুমপুরের মৃত চুনু মিয়ার ছেলে সাহেদ আহমদ আনা (৩০), ঘাটেরচটি গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে ইউনুছ মিয়া (৪০), পশ্চিমভাটপাড়ার আব্বাস আলীর ছেলে লিটন (২৫), ইসলামপুরের করিম (২৬), মুকিরপাড়ার আতিক হাসানের ছেলে সোহেল ওরফে টমেটো সোহেল, একই গ্রামের ফারুক মিয়ার ছেলে ফয়ছল আহমদ (২৭) ও রুকন মিয়ার ছেলে লিমন আহমদ (২৬), তালেপাড়ার সিরাজ মিয়ার ছেলে স্বপন (২৫), পীরের বাজারের মৃত আতিব আলীর ছেলে ফরিদ আহমদ (২৫)।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে শুক্রবার সন্ধ্যার দিকে যোগাযোগ করা হলে জানান, আদালত থেকে কোনো মামলার কাগজপত্র এখনও আসেনি। এর আগে এ ঘটনায় ৭৫/৭৬ জনকে আসামী করে পুলিশ এসল্ট মামলা রুজু করেছে শাহপরাণ থানা পুলিশ।