চিড়িয়াখানায় নায়লা নাঈম!
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ৪:৩০:২৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক ::
শোবিজের বেশ আলোচিত নাম নায়লা নাঈম। যিনি একাধারে একজন মডেল ও অভিনেত্রী। কিন্তু এর বাইরেও তিনি একজন দন্ত-চিকিৎসক। এই দন্ত চিকিৎসক আবার একজন পশু প্রেমিক। এবার এই পশুপ্রেমিককে দেখা যাবে চিড়িয়াখানায়।
অবলা প্রাণীদের অধিকার সুরক্ষায় কাজ করছেন নিয়মিত। সম্প্রতি বাংলাভিশনের রম্য-বিদ্রুপাত্মক আয়োজন ‘টক মিষ্টি ঝালে’র এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন নায়লা নাঈম। সেখানে উপস্থিত হয়ে পশু সম্পর্কে নানান মজার প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
এবারের ‘চিড়িয়াখানা’ শিরোনামের পর্বটিতে বিশ্বব্যাপী প্রাণীহত্যা এবং প্রাণী-অধিকার সুরক্ষাসহ নানা বিষয়কে ব্যাঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। ‘মি. মিষ্টি’ সেগমেন্টে পারফরমেন্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান কমর উদ্দিন আরমান। এছাড়াও রয়েছে আল মামনুন জামানের নিয়মিত পরিবেশনা ‘ঝালাইবাজ’ও।
পুরো অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন খায়রুল বাবুই এবং উপস্থাপনা করেছেন আবু হেনা রনি। ‘টক মিষ্টি ঝালে’র ‘চিড়িয়াখানা’ পর্বটি আগামীকাল রোববার (৭ জুলাই) রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচার করা হবে।