দেবিদ্ধার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন’র অভিষেক
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ১:১৪:২০ অপরাহ্ন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব এন এম জিয়াউল আলম বলেছেন, “হইটেক পার্ক” সিলেটের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। সেই সাথে আইসিটি প্রশিক্ষন প্রাপ্তদের জন্য সৃষ্টি করে দিচ্ছে আন্তর্জাতিন মানের কর্মসংস্থানের নতুন সুযোগ। তাই নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদেরকে প্রাথমিক পর্যায় থেকেই কম্পিউটার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষন নিয়ে এই অপার সুযোগ কাজে লাগাতে হবে।
গতকাল ৭ জুলাই শনিবার দুপুরে নগরীর ধোপাদিঘীর পাড়স্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেটস্থ ‘দেবিদ্ধার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন’র ২০১৯-২০ অর্থ বছরের নবগঠিত কার্যনিবাহী পরিষদ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দেবিদ্ধার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সভাপতি জালালাবাদ গ্যাস সিলেট’র ব্যবস্থাপক প্রকৌশলী একেএম জসীম উদ্দিন ভূইয়া’র সভাপতিত্বে ও এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ রুহুল আমিন সিকদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, এসোসিয়েশন’র সধারণ সম্পাদক মোঃ নাজির আলী সরকার। ক্রীড়া সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া’র কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের উপদেষ্টা ডাঃ মোঃ আবু ইউসুফ ভূইয়া, অধ্যাপক ড. মিজানুর রহমান, মোঃ তোফায়েল আহমদ, ডাঃ মোঃ নজরুল ইসলাম খান, ড. জসিম উদ্দিন আহমদ, ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, ডাঃ শফিউল্লাহ ভূইয়া, মোঃ ইসমাইল পিপিএম বার, বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী আতাউর রহমান ও উপদেষ্টা মোঃ সাজেদুল ইসলাম জেলা আইসিটির ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টও মধু সুদন চন্দ্রন, দেবিদ্ধার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সিনিয়র সহ সভাপতি মোঃ নাজিম উদ্দিন সরকার, সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, মোঃ আনিসুর রহমান, মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহামন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, অর্থ সম্পাদক মোঃ বদিউল আলম ভূইয়া, মহিলা বিষয়ক সম্পাদক বিবি মরিয়ম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ সোহেল আহমদ সরকার, প্রচার সম্পাদক তপন চন্দ্র পাল, দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুল হাকিম, মোঃ নুরুল ইসলাম, এটিএম জান্নাতুল নাইম, মোঃ ইসমাইল হোসেন মুন্সী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে পরিষদের পক্ষে বিদায়ী সভাপতি বর্তমান সভাপতি কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। বিজ্ঞপ্তি।