ইমাম মুয়াজ্জিনদের চকুরী জাতীয়করণের দাবীতে কাল মনববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ১:৩০:৩৩ অপরাহ্ন
বাংলাদেশের তিনশত ৫০টি সরকারি কলেজ মসজিদে নিয়োজিত পাঁচ শতাধিক ইমাম মুয়াজ্জিনদের চাকুরী জাতীয় করণের দাবীতে সরকারি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের ডাকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় সিলেট নগরীর বন্দরবাজারের সিটি পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
মানববন্ধন কর্মসূচিতে দল-মত নির্বিশেষে সকল আলিম-উলামা, ইমাম-মুয়াজ্জিন, মুসল্লিায়ান, সংবাদিক, বুদ্ধিজীবীদের উপস্থিত থাকার জন্য সিলেট বিভাগীয় সহ সভাপতি মাওলানা জামাল উদ্দিন ও মালানা এম.কে আনছার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি