জগন্নাথপুরে যুবলীগের আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ১:৩৯:৪৪ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়ে পৌর যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের আন্তরিক প্রচেষ্টায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় শতকোটি টাকার উন্নয়ন কাজ শুরু হচ্ছে। ৭ জুলাই থেকে স্যানিটেশন ও নলকূপ বসানোর কাজ শুরু হবে বলে দলীয় নেতাকর্মীরা জানান।
এদিকে-এ উন্নয়ন কাজের জন্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়ে ৫ জুলাই শুক্রবার জগন্নাথপুর পৌর যুবলীগের উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, আবুল ফজল, পিযুষ দেব, নুর মোহাম্মদ, আক্তার হোসেন, গোলজার আহমদ, শেখ সুমন, কাদির মিয়া, আফজল ভাগাই, আলী আফসার, কফিল উদ্দিন, বাহার উদ্দিন সুমন, আজিজুল হক, দুদু মিয়া, জালাল উদ্দিন, মোস্তফা মিয়া প্রমুখ।