৪ ছিনতাইকারীসহ সিএনজি অটোরিকশা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ১:৫৯:০৬ অপরাহ্ন
নগরীর কোর্ট পয়েন্ট থেকে ৪ ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। ৫ জুলাই শুক্রবার রাত ১২টার দিকে কোর্ট পয়েন্ট থেকে ছিনতাই করে পালানোর সময় সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই অনুপ কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ টাকা, ২টি ধারালো চাকু ও ১টি সিএনজি অটোরিকশা (যার নং- সিলেট-থ-১১-৫১৮৭) উদ্ধার করে।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা থানার শান্তিপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র কামরান আহমদ সজল, নগরীর শিবগঞ্জ এলাকার রমজান মিয়ার পুত্র মো. ইমরান আহমদ ইমন, দোয়ারাবাজার থানার বাশতলা গ্রামের সিরাজ আহমদের পুত্র মো. জাকির মিয়া, টিলাগড়ের সিরাজ মিয়ার পুত্র মো. জুনেদ আহমদ। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।