অচিরেই জৈন্তাপুরে বিদেশগামীদের জন্য প্রশিক্ষণ সেন্টার স্থাপিত হবে — প্রতিমন্ত্রী ইমরান
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ২:২০:১০ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি::
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন,যারা কর্মসংস্থানের লক্ষ্যে প্রবাসে যেতে ইচ্ছুক তারা ভিসার আবেদনের সাথে সাথে প্রশিক্ষণ গ্রহন করা বাধ্যতামূলক। দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে সরকার বিভিন্ন জেলায় প্রশিক্ষণ সেন্টার চালু করেছে। এরই ধারাবাহিকতায় সিলেটে দুটি প্রশিক্ষণ সেন্টার রয়েছে।
অচিরেই জৈন্তাপুরে বিদেশগামীদের জন্য আরেকটি প্রশিক্ষণ সেন্টার স্থাপিত হবে। তিনি বলেন, যারা অবৈধ এজেন্সীর মাধ্যমে প্রবাসে গিয়ে থাকেন তারা বিভিন্ন সময় নানান ভাবে প্রতারিত হয়ে ঐ দেশেই কারাবরণ করতে হচ্ছে। তাদেরকে সরকার ছাড়িয়ে আনতে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রবাশের আইন সে দেশের নিয়ম অনুসারে চলে। সেখানে কে দালাল মাধ্যমে গিয়েছে তা বিবেচিত হয় না। বিদেশে যাওয়া কষ্টের জন্য নয়, নিজেকে ও পরিবারকে প্রতিষ্টিত করার জন্য যাই। কিন্তু প্রতারক চক্রের হাতে পড়ে আমাদের যুব সমাজ প্রবাসে গিয়ে বিভিন্ন নানা সমস্যায় পড়তে প্রতিনিয়ত। ভিসা নিশ্চিত হওয়ার পর বিদেশগামীদের সরকার ঋণ প্রাপ্তির বিশেষ সুবিধাও দিচ্ছে।
গতকাল শনিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা প্রশাসন আয়োজিত “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” “বাস্তব প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে দক্ষতা অর্জনেই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায় শীর্ষক আয়োজিত সেমিনার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান হোসেনের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক অলিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, পলিনা রহমান, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, শাহ আলম চৌধুরী তোফায়েল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইয়াহিয়া, আবুল কাহির, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধক্ষ্য শাহেদ আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের প্রিন্সিপাল ফজলুর হক, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, নিজপাট ইউপি আ.লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, উপজেলা শ্রমীকলীগের সভাপতি মোঃ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক কতুব উদ্দিন, শাহিনুর রহমান, যুবলীগ নেতা আমিন আহমদ, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান সবুজ সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানগন উপস্থিত ছিলেন।