রংপুরে চোলাই মদপানে ৫ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ২:২৪:৩৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক ::
রংপুরে দেশীয় চোলাই মদ পান করে গত তিন দিনে পাঁচজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দুইজন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে হারাগাছ পৌর শহরের ধুমগাড়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় হারাগাছ ধুমগড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আমরুল ইসলাম (৪০), ক্যালেনটারি গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে আনারুল ওরফে মেডিকেল (৪৪), একই গ্রামের চাঁন মিয়া (৩৬), মিলনবাজার গ্রামের মৃত আবদার আলীর ছেলে এজারুল ইসলাম (৩৮), সারাই কাসাইটারী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে ফুলবাবু (৫২) একই গ্রামের ওবায়দুল (৪৭), পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে নুর আমিন ড্রাইভার (৪৩) চোলাই মদ পান করেন। অতিরিক্ত মদপানে বিষক্রিয়ায় করে সোমবার রাতেই আমরুল ইসলাম নিজ বাড়িতে মারা যায়। মঙ্গলবার দুপুরে আনারুল ওরফে মেডিকেল বাড়িতে ও এজারুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে নুর আমিন ড্রাইভার ও ফুলবাবু হাসপাতালে মারা যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ জোনের (এসি) মো. ফারুক আহমেদ জানান, তিনি বিষয়টি সবেমাত্র জেনেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মাদকসেবী বা ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবে না।