অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে দায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তারা—ইঞ্জিনিয়ার মোশাররফ
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ২:৩৬:১৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক ::
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, অপরিকল্পিতভাবে ফায়ার ছাড়পত্র ছাড়া যে সকল বহুতল ভবন গড়ে ওঠে তার জন্য দায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তারা। ফলে অগ্নিকা-ের মতো ঘটনায় প্রতিনিয়ত প্রাণহাণী ঘটছে। কারণ প্রতিটি ভবন তৈরির ক্ষেত্রে রাজউক বা সিডিএর পরিচালকরা সরেজমিনে দেখতে পারেন না।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘কর্মক্ষমতা ভিত্তিক ভবনের অগ্নি সুরক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি।
ইঞ্জিনিয়ার মোশাররফ আরো বলেন, বিগত ১০ বছরে আগের তুলনায় দেশ অর্থনৈতিক দিক দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন আমাদের সময় দেশকে সাজিয়ে রাখার। গ্রাম শহর হবে যে কথাটি বলা হচ্ছে সে ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। কোনো বাড়ি বা ভবন তৈরি করার সময় যেন ফসলি জমি নষ্ট না হয়। সে ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে বাড়ি নির্মাণের আইন তৈরি করা যেতে পারে। এ ছাড়া কিচেন ও মানববজ্র রিপায়িং করে যে উন্নয়ন করা যায় সেটার জন্য চট্টগ্রামে আমি কাজ শুরু করতে যাচ্ছি।
তিনি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের উদাহরণ দিয়ে বলেন, চট্টগ্রামের একটি অন্যতম ব্যস্তবহুল ব্যবসায়ী এলাকা এটি। এখানে বর্তমানে আট হাজার দোকান আছে। যার বেশীরভাগ ভবনেরই নিয়ম মেনে করা হয়নি। অগ্নিকা-ের মতো দুর্ঘটনা ঘটলে ঢাকা চকবাজার বা বনানীর চেয়ে ভয়াবহ প্রাণহানী ঘটবে। তাই এ বাজারের দোকান কমিয়ে রাস্তা বড় করতে হবে। প্রয়োজনে ৫-৬ তলা ভবন করতে হবে। যাতে অগ্নিকা-ের মতো ঘটনা ঘটলে দ্রুত ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে পারে।
ফুটপাতের ওপর গড়ে ওঠা ভবন ভাঙার অনুরোধ জানিয়ে সাবেক মন্ত্রী আরো বলেন, ইমারত আইন অনুযায়ী ফুটপাত থেকে নির্দিষ্ট জায়গা ছেড়ে ভবন নির্মাণ করতে হবে। অথচ এদেশের মানুষ ফুটপাত পর্যন্ত দখল করে ফেলছেন।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর ও প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুনাজ আহমেদ নূর।
এ ছাড়া বক্তব্য রাখেন আইইবি’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল হুদা, সহ-সভাপতি প্রকৌশলী মো. নুরুজ্জামান, আবুল কালাম হাজারী, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি ড. মোহাম্মদ রফিকুল আলম, সহ সভাপতি প্রকৌশলী প্রবীর কুমার সেন প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রামে গড়ে ওঠা ভবনগুলোর অগ্নি সুরক্ষার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ ধরনের সেমিনারের আয়োজন। অগ্নিকা- রুখতে সকলের অবস্থান থেকে সতর্ক থাকতে হবে এবং প্রশিক্ষণ জানতে হবে।
এ সময় বক্তরা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সংক্রান্ত প্রাথমকিভাবে ৬ মাসব্যাপী কোর্স চালু করার দাবি জানান।