চত্বর দখল করে গাড়ী পার্কিং
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ২:৪৫:৫৭ অপরাহ্ন
আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা থেকে:
মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছিল মুক্তিযোদ্ধা চত্বর। সেই চত্বরটি এখন যানবাহনের পার্কিংয়ের স্থান হয়ে দাঁড়িয়েছে। নগরীর দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টে নব নির্মিত মুক্তিযোদ্ধা চত্বরটি এখন যানবাহনের পার্কিংয়ের স্থানে পরিণত হয়েছে। কদমতলী ও বাসটার্মিনাল সড়কে চলছে চারলেনের কাজ। সড়কের পাশাপাশি বিস্তৃত করা হচ্ছে মুক্তিযোদ্ধা চত্বরটি। কাজ শেষ না হতেই চত্বরটি দখলে নিয়েছে যানবাহন। চত্বরের ভেতরে কয়েকটি গাড়ী পার্কিং করে রাখা হচ্ছে। সৌন্দর্য্য বর্ধন ও যানবাহন চলাচলের শৃঙ্খলার স্বার্থে চত্বরটি নির্মিত হলেও কাজ শেষ হতে না হতেই যানবাহন দিয়ে অবৈধভাবে দখল করে রাখা হয়েছে পুরো এলাকাটি।
কদমতলী এলাকায় গাড়ি পার্কিং করার ফলে অন্যান্য যানবাহন চলাচলে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহন রাখার নেই কোন শৃঙ্খলা। যে ভাবে পারছে গাড়ী পার্কিং করে রাখছে। ফলে এলাকাটি সংকুচিত হয়ে দুরপাল্লার গাড়ি সহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজটের।
নব নির্মিত চারলেন দু’লেন সড়কের পাশে বাস, পিকআপ, লেগুনা, ব্যাটারি চালিত টমটম, এবং সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড দিয়ে দখল করে রাখা হয়েছে আশপাশের রাস্তা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের। চত্বরের ভিতরে বাস রাখার ফলে দেখা যায় না রাস্তার অন্যপাশ। এতে যে কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
যানবাহন চালকদের কথা দুর পাল্লার যানবাহনগুলো টার্মিনাল থেকে বের করে দেয়ার ফলে এবং আশপাশে গাড়ি না রাখতে পেরে কদমতলী এলাকায় গাড়ি পার্কিং করতে হচ্ছে তাদের।
কদমতলী একটি ব্যস্ততম পয়েন্ট। এখান দিয়ে সাধারণ পথচারী সহ স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে। এসব অবৈধ স্ট্যান্ডের ফলে সাধারণ যাত্রী সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা মূল রাস্তা দিয়েঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে চলছে উন্নয়নমূলক কাজ। কাজের জন্য টার্মিনালের ভেতরে যানবাহন রাখতে পারছেন না চালকরা। টার্মিনালে ভেতরে গাড়ী না রাখতে পেরে সড়ক দখল করে গাড়ী পার্কিং করে চালকরা। কদমতলীতে প্রায় সব ক’টি রুটের যানবাহন সড়ক দখল করে পার্কিং করে রাখা হয়। এতে করে কদমতলী বিশৃংখলা ও যানজট লেগে থাকে।
এদিকে টার্মিনাল উন্নয়ন কাজ চলছে ধীর গতিতে। কবে নাগাদ এই উন্নয়ন কাজ শেষ হবে তা বলতে পারছেন না কেউ। উন্নয়ন কাজ বিলম্ব হলে কদমতলী এলাকায় মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে। তাই অবিলম্বে উন্নয়ন মূলক কাজ দ্রত গতিতে শেষ করে কদমতলী থেকে সড়কের লেন ও চত্বর দখল করে থাকা যানবাহনগুলো টার্মিনালে নিয়ে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী মহল।