গোলাপগঞ্জে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ২:৫৫:১৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি::
গোলাপগঞ্জে সুজন আহমদ (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পৌরসভার দাঁড়িপাতন পূর্বপাড়া গীর্দ গ্রামের একটি পুকুর থেকে কিশোরের লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সুজন আহমদ ওই গ্রামের রিক্সা চালক হেলাল আহমদের পুত্র।
এলাকাবাসী জানান, গত শুক্রবার সকালে সুজন আহমদ গোসল করার জন্য পার্শবর্তী একটি পুকুরে যাবে বলে বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা তাকে অনেক খুঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। গতকাল শনিবার সকালে একজন প্রতিবেশী সুজনের লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সুজনের পরিবারকে খবর দিলে তারা সুজনের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। তাৎক্ষণিক ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসে।
পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে সুজনকে সাপে কেটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।