প্রশিক্ষনের মাধ্যমে স্মাট কার্ড নিয়ে বিদেশে গেলে প্রতারণায় পড়তে হয় না—প্রতিমন্ত্রী ইমরান আহমদ
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ২:৫৯:১২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি ::
প্রশিক্ষনের মাধ্যমে স্মাট কার্ড নিয়ে বিদেশে গেলে প্রতারণায পড়তে হয় না। আমার নির্বচনী এলাকার লোকেরা প্রশিক্ষন না নিযে বিদেশে যান। মন্ত্রনালয়ের দায়িত্ব নিয়ে দেখতে পারছি কি ভাবে প্রবাসিরা প্রতারিত হয় কষ্ট করে। আমরা নিজেরাই নিজের বিপদ ডেকে আনি। সরকারি নিয়ম মেনে নিজে দক্ষ করে বিদেশে গেলে কোন ঝামেলায় পড়তে হয়না, জন সাধারণকে এই কথা বুঝানোর জন্যই আজকের এই সেমিনার। সরকারের সদিচ্ছার অভাব নেই, সকল সুযোগ সরকার দিচ্ছে। সেই সুযোগ গ্রহন করতে হবে। প্রতিটি উপজেলায একটি করে টিটিসি হবে যাহা বর্তমানে দেশে ৭০টি রয়েছে।
ইউপি পর্যয়ে তথ্যকেন্দ্রের মাধ্যমে রেজিষ্ট্রেশন কাজের অচিরেই প্রধান মন্ত্রী উদ্ধোধন করবেন । নিজে প্রশিক্ষিত হয়ে প্রস্তুত থাকুন। বৈধ পথে বিদেশ যান বৈধ পথে টাকা পাঠান। গোয়াইনঘাটে উপজেলা প্রশাসন আযোজিত “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচারনামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি জনসাধারনের প্রতি এই আহব্বান জানান। ইউএনও বিশ্বতি কুমার পালের সভাপতিত্বে যুবলীগের আহব্বায়ক ফারুব আহমদের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলায়ত করেন আঃ সালাম, গীতা পাঠ করেন সিনিয়র শিক্ষক দেবব্রত ভট্রাচার্য। স্বাগত বক্তব্য রাখেন সিলেট টিটিসি অধ্যক্ষ শাহনাজ পারভিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগ সভাপতি মোঃ ইব্রাহিম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এস.পি সার্কেল নজরুল ইসলাম গোয়াইনঘাট উপজলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, জৈন্তিয়াপুর উপজেলা চেয়ারম্যন কামাল আহমদ ,অফিসার ইনচার্য আব্দুল জলিল ,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হকসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্ত বৃন্দ। পরে প্রধান অতিথি নিজস্ব তহবিল থেকে দারিদ্রদের এবং মসজিদ মাদরাসায় আর্থিক সহায়তার চেক প্রদান করেন। সেমিনার পূর্বে তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী উপলক্ষে “পুনর্মিলন ২০১৯” ্এর লোগো উম্মোচন করেন।