দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না —পরিবেশ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৩:০২:২৭ অপরাহ্ন
আব্দুর রব, বড়লেখা থেকে :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান আ’লীগ সরকার গরীব বান্ধব সরকার। শেখ হাসিনার সরকার এদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। আমরা হত দরিদ্রের সংখ্যা ইতোমধ্যে শতকরা ১১ তে কমিয়ে আনতে সক্ষম হয়েছি। সকল গরীব মানুষের জন্য এ সরকার গৃহনির্মাণ করে দিবে। দেশের কোন মানুষই গৃহহীন থাকবে না। প্রতি বছরই সরকারের চলমান নানা কর্মসুচির আওতাভুক্ত উপকারভোগীদের বিভিন্ন ভাতাও সরকার বৃদ্ধি করছে।
তিনি গতকাল শনিবার দুপুরে জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত পরিবেশ মন্ত্রীর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের ঐচ্ছিক তহবিল হতে উপজেলার বিভিন্ন এলাকার ৯৬ জন দরিদ্র ব্যক্তিকে অনুদানের ৪ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া ধর্ম মন্ত্রণালয় হতে প্রাপ্ত জুড়ী উপজেলার আমতৈল হাজী মনোহর আলী জামে মসজিদে ৫০ হাজার টাকার, দক্ষিণ সাগরনাল পাঞ্জেগানা মসজিদে ৫০ হাজার টাকা এবং ফুলতলা ইউনিয়নের ১২ নং লাইনের হরিমন্দিরে ২০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিনের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা আ’লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, সহকারী কশিনার (ভুমি) নুসরাত জাহান, থানার ওসি জাহাঙ্গির হোসেন সরদার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মৌলভীবাজার জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল খালিক, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফর নগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, কেন্দ্রিয় আ’লীগের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ফুলতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুব আলম রওশন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।