সমঝোতা বৈঠক বন্দর টু কশিঘাট ভাড়া ১০ টাকা
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৩:০৮:১৯ অপরাহ্ন
কুশিঘাট বুরহানাবাদ টু বন্দরবাজার সিএনজি ভাড়া বৃদ্ধি নিয়ে চালক ও যাত্রীদের নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত ৯টায় বুরহান উদ্দিন মাজার প্রাঙ্গণে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে নয়াগাঁও সাদিপুর পঞ্চায়েত কমিটির প্রধান শফিক মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ রিপন, সিএনজি স্ট্যান্ডের সভাপতি লিটন আহমদ, প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবুল হাসান, টুলটিকর সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল জব্বার পাপ্পু, জাকির হোসেন তালুকদার, আফজাল আহমদ, মো. আলাল হোসেন শিবুল, সন্ধি সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ফাইয়াদ আহমদ জামিল, ট্রাক মালিক সমিতির সেক্রেটারী জাকির আহমদ, বাহার মিয়া, ফজলুল হক, কবি শেখ হানিফ উদ্দিন, আপ্তাব মিয়া, মো. নুরুল ইসলাম, জহুর উদ্দিন, আব্দুল মালেক মনু, চেরাগ আলী, কুশিঘাট পঞ্চায়েত কমিটির মুতাওয়াল্লী আব্দুল আহাদ, নামর উল্লাহ, দুলাল আহমদ, শফিক, নিজাম আহমদ, লায়েক আহমদ, মকবুল, সাজাদ, আব্দুর রউফ, কুদ্দুছ মিয়া, মো. মুরাদ, আনোয়ার, মো. হেলাল, সুহেল, সিরাজ, ইমতিয়াজ রহমান ইনু, মো. শাহরিয়ার হোসেন, মো. সুমন আহমদ, কামাল আহমদ, সুয়েব আহমদ, আনোয়ার, সজীব মোদক, বিজয় কর্মকার, মো. ফখরুল ইসলাম, মো. রাসেল আহমদ, হানিফ আহমদ, মো. জবরুল, জুনু মিয়া, দুলন, দবির মিয়া, শুভ, জাহেদ, মনসুর, আব্দুল করিম, পাপ্পু, মাসুম আহমদ, মো. আব্দুল কালাম, মকবুল, নবীর হোসেন, আলী হোসেন, রায়হান আহমদ, জাকওয়ান হোসেন, আজিজুল ইসলাম সুমন, মেহেদী হাসান মনসুর, আব্দুল কাইয়ূম, সালা উদ্দিন, দিলওয়ার, মঞ্জু, আব্দুস সালাম, স্বপন, মোমিন, সাকেল, মিজান, সজিব, শিমু, মান্না, সাখাওয়াত হোসেন তারেক, নাইম, হোসেন, জুনাইদ, মিলাদ, তাহমীদ, কালাম হোসেন, মো. আল আমিন, মো. শাউন, মো. জাবেদ, পিয়ার উদ্দিন পিয়ার, দিলোয়ার আহমদ, নিজাম, রায়হান, সঞ্জয় প্রমুখ। এছাড়াও প্রতিশ্রুতি সমাজকল্যাণ সংস্থা, আশা সমাজ কল্যাণ সংস্থা, সন্ধানী সমাজকল্যাণ সংস্থা, সাদাটিকর যুব সংঘ, অগ্রসর যুব সংঘ, সুরমা সমাজ কল্যাণ সমিতি, টুলটিকর সমাজকল্যাণ সমিতি, কুশিঘাট আলোকিত যুব সংস্থা, সিলেট ইলেক্ট্রিশিয়ান ডেভেলাপমেন্ট ফান্ডের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়- কুশিঘাট বুরহানাবাদ টু বন্দরবাজার সিএনজি ভাড়া ১০ টাকা নেওয়া হবে। এর বেশী ভাড়া দিতে যাত্রীকে বাধ্য না করার জন্য সিএনজি চালককে আহ্বান জানান। পাশাপাশি কোন যাত্রী ১০ টাকার বেশী ভাড়া না দিতে নিষেধ করেন। পরবর্তীতে যদি সিলেটের সব এলাকায় সিএনজি ভাড়া বাড়ানো হয় তাহলে কুশিঘাট বুরহানাবাদ টু বন্দরবাজার সিএনজি ভাড়া আলোচনার মাধ্যমে বাড়ানো হবে। বিজ্ঞপ্তি