বড়লেখায় শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৩:১১:৪৩ অপরাহ্ন
বড়লেখার আয়েশাবাগ চা বাগানের শ্রমিকরা ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষে দ্বিতীয় দিনের মত শনিবারও কর্মবিরতি পালন করেছে। শ্রমিকদের অনির্দিষ্টকালের আন্দোলনের ডাকে চা বাগানের স্বাভাবিক কার্যক্রম অচল হয়ে পড়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, অন্য বাগানের মতো চা বাগানের পতিত জমি চাষ, গরু-ছাগল পালন, গাছ লাগানোর অধিকার, বকেয়া বোনাস পরিশোধ, চা বাগানে স্কুল নির্মাণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২০১৪ সাল থেকে তারা দাবী জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ একাধিকবার তাদের আশ্বাস দিয়েও দাবি বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছি। চা বাগান ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, আমাদের চা বাগানটি নতুনভাবে আমরা তৈরি করছি। শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।