হবিগঞ্জে ধর্ষণ মামলার আসামী ও শ্রীমঙ্গলে ইয়াবার চালানসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৩:১৩:৫৩ অপরাহ্ন
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী ও চিহ্নিত এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার রাত ৮ টার দিকে হবিগঞ্জ সদরের তেঘরিয়া বাজার এলাকা হতে জয়নাল মিয়া নামের এক ধর্ষণ মামলার আসামীকে আটক করে র্যাব। সে তেঘরিয়া সীমেরগাঁও’র মৃত আলাউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। সেই মামলায় জয়নাল দীর্ঘদিন থেকে পলাতক ছিলো বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।
এদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৩০৫ পিস ইয়াবার চালানসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। ধৃত উজ্জ্বল মিয়া শ্রীমঙ্গলের মন্দিরগাঁও’র আবদুল ওয়াহিদের ছেলে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রসুলপুর কালিবাড়ি বাজার থেকে র্যাব তাকে আটক করে।