গ্যাসের মূল্য বৃদ্ধি বাতিলের দাবিতে হরতাল সফল করার আহবান —গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৩:১৭:২৬ অপরাহ্ন
গ্যাস খাতে দুর্নীতির মাধ্যমে লুন্ঠিত হাজার হাজার কোটি টাকা উদ্ধার করে গ্যাসের মূল্য বর্ধিত প্রত্যাহার ও গ্যাস বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রদানের দাবীতে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে ও আজকের হরতালের সমর্থনে গতকাল শনিবার সকাল ১১ ঘটিকার সময় সুরমা মার্কেট পয়েন্টে এক গণসংযোগ ও প্রচার পত্র বিলি শুরু হয়। পরে গণসংযোগ কর্মসূচি বিক্ষোভ মিছিলে পরিণত হয়। এ সময় নেতৃবৃন্দ হরতালের সমর্থনে সাধারণ জনগণের মধ্যে প্রচার পত্র বিলি করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা গ্যাসের মূল্য বাতিলের চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে ক্যাবের রীট গ্রহণের পদক্ষেপের প্রতি অভিনন্দন জ্ঞাপন করে বলেন, জনস্বার্থ, গণমত উপেক্ষা করে গ্যাসের এই মূল্য বৃদ্ধির ঘোষণায় দেশের গরীব-দুঃখী মানুষের মধ্যে এক চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সভাপতির বক্তব্যে মকসুদ হোসেন বলেন, গণমাধ্যমে প্রকাশিত রাষ্ট্রায়ত্ব ব্যাংক থেকে এক লাখ কোটি টাকা লুট হয়েছে। রিজার্ভ ব্যাংকে প্রায় ৫ হাজার কোটি ডলার আত্মসাতকারী দেশীয় ডাকাতরা আজ ধরা ছোঁয়ার বাইরে। বেসিক ব্যাংক ও ফারমার্স ব্যাংক ধ্বংসকারী মখা আলমগীর, আব্দুল হাই বাচ্চু বহাল তবিয়তে। শেয়ারবাজার কেলেংকারী ৩০ হাজার কোটি টাকা, বিসমিল্লা গ্রুপ, ডেসটিনি, ইউনেপে-২ এর কাছ থেকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার করে গ্যাস খাতে ভর্তুকি দিয়ে অবিলম্বে বর্ধিত গ্যাসের মূল্য প্রত্যাহার করতে হবে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ দেশবাসী দেখতে চায়। তিনি বর্ধিত গ্যাসের মূল্য বাতিলের দাবীতে স্বত:স্ফূর্তভাবে হরতাল সফল করে তোলার জন্য দেশবাসীর প্রতি আকুল আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুল মন্নান পুতুল, হাইকোর্টের অন্যতম সংগ্রামী আইনজীবী চৌধুরী আতাউর রহমান আজাদ, ব্যারিষ্টার মোজাক্কির হোসেন, কেন্দ্রীয় নেতা আমীরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিনিয়র সাংবাদিক দেলওয়ার হোসেন জিলন, পরিষদের কেন্দ্রীয় সদস্য ও মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান, আব্দুল মোতাওয়াল্লী ফলিক, শেখ কবির আহমদ, কয়েছ আহমদ সাগর, রফিকুল ইসলাম শিতাব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, জাতীয় জনতা পার্টির জেলা সেক্রেটারী আখলিছুর আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি