ওসমানীগরে মোতাওয়াল্লী আনিছ হত্যার আরেক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১:০৯:৩১ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি ::
ওসমানীগরে মসজিদের মোতাওয়াল্লী আনিছ উল্লাহ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মূল পরিকল্পনাকারীদের আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আসামীর নাম আব্দুল ছালিক (৫০)। তিনি উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপি’র মঙ্গলপুর গ্রামের মৃত জহুর উল্লাহ’র ছেলে।
জানা যায়, গত শনিবার রাতে ওসমানীনগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপি’র বল্লবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রোববার তাকে সিলেট আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেষ দেন।
ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন বলেন, মোতাওয়াল্লী আনিছ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুস ছালিক নামের একজন কে গ্রেফতার করা হয়েছে। তিনি হত্যাকারীদের বাসা ভাড়া পাইয়ে দিতে এবং মূল হত্যাকান্ডের পরিকল্পনায় জড়িত ছিলেন।
প্রসঙ্গত চলতি বছরের ১৭ মার্চ রাতে উপজেলার সাদীপুর ইউনিয়নের দরখা ইসলামপুর গ্রামের জামে মসজিদের মোতাওয়াল্লী ও কানাডা প্রবাসীর বাড়ির কেয়ারটেকার আনিছ উল্লাহকে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়ির ছাদের উপরে নিয়ে টাকা দাবি করে একটি সন্ত্রাসী গ্রুপ। তখন আনিছ উল্লাহ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হত্যা করে লাশ ঐ বাড়ির পানির ট্যাংকিতে গুম করে রাখে এ সন্ত্রাসী চক্রটি। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করলে পুলিশ হত্যাকান্ডে জড়িত তিন জনকে গ্রেফতার করে। এ ঘটনার পর থেকে আব্দুল ছালিক পলাতক ছিলেন।