শাবিতে ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১:২১:০৯ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে StudentsÕViews for Quality Education বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে রোববার সকাল ১০ টায় এ ওয়ার্কশপ শুরু হয়। এতে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ওশেনোগ্রাফি এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যত জীবনে নিজেদেরকে সফল মানুষ হিসেবে দেখতে চাইলে তোমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সময়কে কাজে লাগাতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে-অধ্যয়ন ও অধ্যাবসায় হচ্ছে সফলতার মূলমন্ত্র। মাত্র চারটি বছর পরিশ্রম ও কষ্ট করলে পুরো জীবনই আরামে কাটানো যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ও রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড. এসএম সাইফুল ইসলাম। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. আশরফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি