তাহিরপুরে যুবতির লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১:৩০:০৮ অপরাহ্ন
তাহিরপুর সংবাদদাতা ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় রিপ্তা বেগম (২৫) নামে এক যুবতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ। নিহত যুবতি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের সালিম উদ্দিনের মেয়ে। রোববার সকাল ১১ টায় সালিম উদ্দিনের নিজ বাড়ি থেকে রিপ্তা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে সবার সঙ্গে রাতের খাবার খেয়ে রিপ্তা বেগম তার ঘরে ঘুমিয়ে পরেন। রাত প্রায় ৩টার দিকে পরিবারের লোকজন বারান্দায় পরনের কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান। খবর পেয়ে তাহিরপুর থানার এসআই হুমায়ূন কবির ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলার প্রস্ততি চলছে।