মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশী নিহত
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১:৩২:২৮ অপরাহ্ন
মালয়েশিয়া সংবাদদাতা::
মালয়েশিয়ায় বজ্রপাতে এক বাংলাদেশীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির শাহ আলমে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আরো দুই বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, বজ্রপাতে নিহত হওয়া মজনু রহমানের বাড়ি যশোর জেলায়। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হওয়া অপর দুই বাংলাদেশী বর্তমানে সুঙ্গাইবুলু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
তথ্য মতে, নিহত মজনু ও আহত দুই বাংলাদেশী জিটুজি প্লাস (কলিং) ভিসায় শাহ আলমের ম্যস্কভিক এসডিএন বিএইচডি নামক কোম্পানিতে মালয়েশিয়ায় আসছিল।