বিশ্বনাথে গরু চুরি
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ২:১২:১২ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে গরু চুরির খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামের সেবুল মিয়ার গোয়াল ঘরের তালা ভেঙ্গে তিনটি গাভী নিয়ে যায় চোর দল। জানা গেছে, শনিবার সন্ধ্যায় সেবুল মিয়া তিনটি গরু গোয়াল ঘরে রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। গতকাল রবিবার গোয়াল ঘর থেকে গরু বাইরে বের করতে গিয়ে দেখেন ঘরের দরজার তালা ভেঙ্গে চোর গরু নিয়ে গেছে।
সেবুল মিয়া জানান, এক লাখ বিশ হাজার টাকা মূল্যের তার তিনটি গাভী চুরি হয়েছে। একমাত্র সম্ভল ছিল গরু।