ছাতকের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ২:২০:১৩ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা ::
ছাতকের গোবিন্দগঞ্জে দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে ছাতক কোরআন তেলাওয়াত বাস্তবায়ন পরিষদের উদ্যোগে স্থানীয় একটি অডিটেরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক।
পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও কবি শামস মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ ফজলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যাপক রমেন্দু বিকাশ দে, অধ্যাপিকা সামসুন্নাহার বেগম, মানবাধিকার নেতা আবু সালেহ ইয়াহিয়া, মোবাশ্বেরা বেগম পারু, আমিনুল ইসলাম বকুল, সাকির আমিন ও কবি আহমেদ সফির। স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা খলিলুর রহমান আব্বসী, আবু হেনা মোহাম্মদ ইয়াসিন প্রমুখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ রেজাউল করিম রেজা ও ইসলামী সংগীত পরিবেশন করেন, হাফিজ সালেহ আহমদ।