বড়লেখায় চা শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ২:২১:৫৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা উপজেলার আয়েশাবাগ চা বাগানের শ্রমিকরা ৭ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের কর্ম বিরতি রোববার স্থগিত করেছে। কর্ম বিরতির তৃতীয় দিনে স্থানীয় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বাগানের মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি স্থগিত করেন। আয়েশাবাগ চা বাগানের শ্রমিকরা গত শুক্রবার সকাল থেকে ৭ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।
আয়েশাবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অজিত বোনার্জি জানান, ‘আমরা ৭ দফা দাবি পেশ করেছি যা অন্যান্য বাগানে চলমান রয়েছে। যেমন গবাদি পশু পালনের অধিকার, গাছ লাগানোর অধিকার, চা বাগানের পতিত জমি চাষের অধিকার, বকেয়া বোনাস পরিশোধ, চা বাগানে স্কুল নির্মাণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।’ দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখার কথা ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটনের আশ্বাসে আমরা আপাতত কর্মসুচি স্থগিত করেছি। তবে ২ দিনের মধ্যে সমাধান না হলে আবারো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করবো।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন জানান, আমরা সমাধানের আশ^াস দেয়ায় শ্রমিকরা কাজে ফিরেছে। আশা করছি মালিক পক্ষ শ্রমিকদের সমস্যা সমাধান করবেন।