গ্যাস বিদ্যুতের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরী —গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ২:৩১:৪৪ অপরাহ্ন
গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেন বর্ধিত গ্যাসের মূল্য প্রত্যাহারের দাবীতে গ্যাস খাতে দুর্নীতির মাধ্যমে লুন্ঠিত হাজার হাজার কোটি টাকা উদ্ধার করে গ্যাস ও বিদ্যুৎ খাতে ভর্তুকির দাবীতে গতকালের হরতাল সফল করে তোলায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, মহাজোটের সমন্বয়ক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ মো: নাসিম সহ শরীক দলের শীর্ষ নেতৃবৃন্দ গ্যাসের মূল্য পুনঃবিবেচনার দাবী জানিয়েছেন। গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা সাধারণ মানুষ মেনে নিতে পারছেনা। বর্তমান সরকার দুঃখী মানুষের উন্নয়নে যথেষ্ট কাজ করে যাচ্ছে। দারিদ্র ও ক্ষুধা মুক্ত উন্নত বাংলাদেশ গড়তে হলে বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে এ্যাকশন শুরু করে গ্যাস ও বিদ্যুৎসহ জরুরী সেবা খাতে ভর্তুকির বিকল্প নেই। গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্বান্ত বাতিলের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও বিশ্বের অন্যতম নেত্রী, জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দেশবাসী দেখতে চায়। হরতালের সমর্থনে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে আম্বরখানা পয়েন্টে এক গণসমাবেশে সভাপতির বক্তব্যে মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
সকাল থেকেই গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কর্মীরা নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে মিছিল, পিকেটিংয়ে অংশ নেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুল মন্নান পুতুল, সাংবাদিক আমীরুল ইসলাম চৌধুরী এহিয়া, মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান, আব্দুল মোতাওয়াল্লী ফলিক, কয়েছ আহমদ সাগর, রফিকুল ইসলাম শিতাব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমীন তাহমিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক রিখন তালুকদার লিখন প্রমুখ। বিজ্ঞপ্তি