মানবাধিকার সম্মেলন সফলে সিলেটে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ২:৩৩:২৫ অপরাহ্ন
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন ২০১৯ সফলের লক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর জিন্দাবাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এ প্রস্ততি সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটি সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে ও এডভোকেট মো. সাজ্জাদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক রোটারিয়ান আসাদুজ্জামান, সিলেট জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম ইছন, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রাসিদা সাঈদা খানম, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, এডভোকেট সুদীব বৈদ্য, হাকীম ছাদুল্লাহ বাচ্চু, যাদুশিল্পী মো. বেলাল উদ্দিন, হাজী মো. আনা মিয়া হাজারী, শিরীন চৌধুরী, আলী হোসেন আলীম, ফাইয়াজ হোসেন ফরহাদ, ইউসুফ সেলু, খালেদ মিয়া. মো. আব্দুস সহীদ ছালেক, বদরুল আলম, বাদলপুরকায়স্থ, আব্দুর রহিম তালুকদার, মামুন চৌধুরী, সাদী মো. তারেক, হুমায়ুন রশীদ শাহীন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৭শে জুলাই সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। বিজ্ঞপ্তি