সিলেটে বাম জোটের নিরুত্তাপ হরতাল
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ২:৩৯:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল নিরুত্তাপভাবে পালিত হয়েছে। কোনো ধরণের অপ্রীতকর ঘটনা ছাড়া রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল পালন করে তারা। হরতালে যান চলাচল স্বাভাবিক ছিলো। কেবল কোর্ট পয়েন্ট এলাকায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যানবাহনের সংখ্যা দুপুর পর্যন্ত অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম ছিলো। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাঠ খোলা ছিলো।
করিমউল্লাহ মার্কেটসহ নগরীর প্রধান সড়কের পাশের দুই একটি মার্কেটের মূল প্রবেশ মুখে কলাপসিবল গেইট বন্ধ রাখা হয়েছিলো। তবে বিকল্প ছোট গেইট দিয়ে মার্কেটে লোকজনের আনাগোনা ও ব্যবসা বাণিজ্য ছিলো স্বাভাবিক। বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় পিকেটিং করার চেষ্টা করেছেন হরতালকারীরা। সকালে কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে সিপিবি, বাসদ, বাসদ মার্কসবাদীসহ সম্মিলিত বাম গণতান্ত্রিক জোট। মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে সুরমা টাওয়ার, আম্বরখানা, ওসমানী শিশু পার্কসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আবারও কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। এ সময় রাস্তায় চলাচল অনেক কমে আসে, একপাশ দিয়ে প্রায় বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১১টার দিকে এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এসময় অদূরে অল্প কিছু সংখ্যক পুলিশের অবস্থান থাকলেও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সমাবেশ থেকে গ্যাসের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহবান জানান। নয়তো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।
এসময় জোট নেতারা বলেন, গ্যাসের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে। সিএনজির দাম বাড়ানোর ফলে পরিবহণ ব্যয় বেড়ে গেছে। শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর কারণে শিল্পপণ্যের দাম বাড়ছে।