গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনদুর্ভোগ লাঘব করতে হবে —মাওলানা রেজাউল করিম জালালী
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ২:৫৮:৫৯ অপরাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জীবন যাপনের অন্যতম উপকরণ গ্যাসের মূল্যবৃদ্ধি করে সরকার জনগণকে চরম দুর্ভোগ ও সংকটের দিকে ঠেলে দিয়েছে। তাই অবিলম্বে গ্যাসের বর্ধিতমূল্য প্রত্যাহার করে জনভোগান্তি লাঘব করার জোর দাবি জানান।
তিনি শনিবার বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে লালদিঘীপাড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ।
যৌথ সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা কারী উবাইদুর রহমান, মহানগর সহ-সভাপতি মাওলানা তাফাজ্জুল হক, জেলা সহ-সাধারণ সম্পাদক ডা. মোস্তফা আহমদ আজাদ, কাজী জুনাইদ আহমদ, মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা ছানা উল্লাহ, জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, মহানগর প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা রেজাউল হক, জেলা অফিস ও প্রচার সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, মহানগর সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা কমর উদ্দীন, জেলা নির্বাহী সদস্য মাওলানা সাহেদুর রহমান সোহেদ, মাওলানা আরিফুল হক ইদ্রিস, মহানগারের নির্বাহী সদস্য মাওলানা আব্দুর মান্নান আজাদ, হাফিজ মোঃ সিরাজ উদ্দিন, শাব্বির আহমদ, মাওলানা ফয়জুন নুর, রোটারিয়ান মাওলানা ইলিয়াস আহমদ, ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ রশিদ মুশতাক, সাধারণ সম্পাদক মাহদী হাসান জামাল, সিলেট পশ্চিম জেলা সভাপতি আল মাহমুদ আতিক প্রমুখ। বিজ্ঞপ্তি