উপশহর যুবলীগের মোটর শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৩:০৮:১৭ অপরাহ্ন
জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনকে সামনে রেখে উপশহর যুবলীগের উদ্যোগে নগরীতে এক বিশাল মটর শোভাযাত্রা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল পাঁচটায় উপশহর এবিসি পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর উপশহর, সোবহানীঘাট, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, কুমারপাড়া, নাইওরপুল সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রোজভিউ পয়েন্টে এসে শোভাযাত্রাটি সমাপ্ত হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মটর শোভাযাত্রা ও স্বাগত মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ও সিলেট ল’ কলেজ ছাত্রসংসদের সাবেক মিলনায়তন সম্পাদক সিলেট মো: জাফরান জামিল, সিলেট জেলা যুবলীগের সাধারন-সম্পাদক পদপ্রার্থী সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ সুমন। বিজ্ঞপ্তি