আম্বরখানায় বিদেশী সিগারেটসহ চোরকারবারী আটক
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৩:০৯:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীতে ভারতীয় নিষিদ্ধ সিগারেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় আম্বরখানা বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারী সামছুল হক (৪৭) কে আটক করা হয়। ধৃত ব্যক্তি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর রেলপাড়ার মৃত বরকত উল্লাহর ছেলে।
মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভুইয়া, এসআই শাওন মাহমুদ নিপু, এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় আটক সামছুলের কাছ থেকে নিষিদ্ধ ভারতীয় চোরাই ৪০ হাজার শলাকা জেট স্পেশাল ফিল্টার সিগারেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা।