ওসমানী বিমানবন্দরে জমিয়ত মহাসচিবকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৩:১২:০৩ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন ক্বাসেমী এক সংক্ষিপ্ত সফরে সিলেট আসলে রোববার দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট জমিয়ত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ ফখরুজ্জামান, জেলা প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর নির্বাহী সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, হাফিজ রিয়াজুল ইসলাম রিয়াজ, আশরাফুল ইসলাম, হাফিজ আনিসুর রহমান প্রমুখ।
জমিয়ত মহাসচিব আল্লামা নুর হোসাইন ক্বাসেমীর সফরসঙ্গী হিসেবে তার সাথে রয়েছেন নারায়নগঞ্জ-৪ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট প্রার্থী জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন ক্বাসেমী।