কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ঠে ৪ মহিষের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৩:১৬:২৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া উপজেলার নর্তন গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শনিবার বিকেলে ৪ টি মহিষ মারা গেছে। জানা যায়, রাউৎগাও ইউনিয়নের নর্তন গ্রামের কৃষি জমিতে মহিষ চরানোকালে লালা মিয়ার বাড়ীর নিকটে একটি জরাজীর্ণ বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাগাজুরা নিবাসী আখই মিয়ার ৩ টি ও ভাট্টুত গ্রামের আক্তার মিয়ার ১ টিসহ মোট ৪টি মহিষ মারা যায়। ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, লালা মিয়ার বাড়ীর জরাজীর্ণ লাইনটি কৃষি জমির পানিতে ঝুলে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিষ ৪টি মারা যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসন ও বিদ্যুৎ অফিসকে ঘটনা অবহিত করেছেন। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লক্ষাধিক টাকা বলে তিনি জানান।