ট্রাক শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা মোগলাবাজার থানা উপ-কমিটির নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৩:২৪:০১ অপরাহ্ন
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অর্ন্তভূক্ত দক্ষিণ সুরমা মোগলাবাজার থানা উপ-কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সংগঠনের জেলা কার্যালয়ে ভোট গ্রহণ হয়। নির্বাচনে সভাপতি পদে ৪৩৩ ভোট পেয়ে আনারস প্রতিকের প্রার্থী কাওছার আহমদ জয়লাভ করেন, তার নিকটমতম প্রতিদ্বন্দ্বি হরিণ প্রতিকের প্রার্থী মো. ফজলু মিয়া পেয়েছেন ২৭৯ ভোট। সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন ট্রাক্টর প্রতিকের প্রার্থী মো. জুমায়েল ইসলাম জুমেল। সম্পাদক পদে এ নিয়ে ৩য় বার নির্বাচিত হয়েছেন হাত পাখা প্রতিকের প্রার্থী মারুফ আহমদ। মই প্রতিকের প্রার্থী মো. শরিফ আহমদ সাংগঠনিক সম্পাদক পদে ৩৫৮ ভোট পেয়ে ৩য় বারের মতো জয়লাভ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমীর উদ্দিন, নির্বাচন কমিশনার ছিলেন জেলা কমিটির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, জেলা কার্য নির্বাহী কমিটির সদস্য আলী আহমদ আলী। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার, কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি জোবের আহমদ, সহ সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু। নির্বাচন পরিদর্শন করেন ট্রাক মালিক গ্রুপের কার্যকরি সভাপতি গোলাম হাদি ছয়ফুল, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম হাফিজ লোহিত প্রমুখ। বিজ্ঞপ্তি