জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রীর শত কোটি টাকার উন্নয়ন কাজ শুরু
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৩:৪২:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় শতকোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। বিশেষ বরাদ্দের এ প্রকল্পের আওতায় হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে স্যানিটেশন ও গভীর নলকূপ বিতরণের জন্য মাঠ পর্যায়ে উপকারভোগী নির্বাচন শুরু হয়। এ উপলক্ষে রোববার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর, খাশিলা ও গোরারগাঁও গ্রামে পৃথক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপালের পরিচালনায় পৃথক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার।
বক্তব্য রাখেন পৌর আ.লীগের যুগ্ম-সম্পাদক হীরা মোহন দেব, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম-সম্পাদক আবুল কালাম, ছালিক মিয়া মেম্বার, আ.লীগ নেতা কদ্দুছ মিয়া, কাচা মিয়া, মন্তেশ^র আলী, লাল মিয়া মেম্বার, রুস্তম আলী, সৈয়দ ইশর্^াদ আলী, নিখিল পাল, আবদুল তারিফ, ফজর আলী, ছমির মিয়া, যুবলীগ নেতা সিপন আহমদ, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আবদুল আহাদ, সাবেক যুগ্ম-আহবায়ক কামরুল বক্স, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লায়েক আহমদ, সাধারণ সম্পাদক রাজ শেখর বৈদ্য, যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।