গোয়াইনঘাটে ব্রীজ ভেঙ্গে বোঝাই ট্রাক খাদে: যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৪:০৩:১২ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের বার্কিপুরে বেইলি ব্রীজ ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাক ঝুলে পড়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল রোববার সিলেট শহর থেকে সিমেন্ট নিয়ে গোয়াইনঘাট উপজেলা সদরে দিকে নিয়ে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন থেকে এ ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে আসলেও কর্তৃপক্ষের কোন তদারকি করতে দেখা যায়নি। সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট. ১৩-৪২৮৫) বার্কিপুর বেইলি ব্রীজের উপর আসামাত্র ব্রীজটি ভেঙ্গে ট্রাকটি খাদে পড়ে যায়। সিমেন্ট বোঝাইকৃত ট্রাকটি খাদে পড়ে যাওয়ায় যাত্রী সাধারণের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। জানা যায়, গত বছরও এ ব্রীজটিতে অপর একটি সিমেন্ট বোঝাই ট্রাক দুর্ঘটনার শিকার হলে কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে ব্রীজটি মেরামত করার বছর না যেতেই আবারও এ দুর্ঘটনা ঘটলো।
স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল খায়ের জানান আমরা কর্তৃপক্ষকে অবহিত করেছি, আশা করছি কর্তৃপক্ষ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে দ্রুত ব্রীজটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করবে। পরিষদের পক্ষ থেকে মানুষ পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, সারী গোয়াইনঘাট সড়কের বার্কীপুরে বেইলি ব্রীজ ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি সিলেট সড়ক ও জনপথ বিভাগকে অবগত করা হয়েছে। এছাড়া আলীরগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন সন্নিকটে থাকায় বিষয়টি জরুরি ভিত্তিতে সংস্কাররের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে অবস্থিত বার্কিপুর বেইলি ব্রীজ। সিলেট- তামাবিল মহাসড়ক থেকে সারীঘাট হয়ে গোয়াইনঘাট উপজেলা সদরে প্রতিদিন যাত্রীবাহী ও মালবাহী শত শত যানবাহন চলাচল করে এ ব্রীজ দিয়ে। সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ব্যাবসায়ীরা এ সড়কের উপর দিয়ে যাতায়াত করেন।