বাবা মায়ের পছন্দেই বিয়ে করবো — মেহজাবিন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৭:৩৪:৪৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক ::
সেলিব্রেটিদের মধ্যে এখন মেহজাবিন চৌধুরী জনপ্রিয়তা তুঙ্গে। তাকে নিয়ে ভক্তদের মনে কৌতুহলের শেষ নেই। মেহজাবিনের বিয়ে নিয়ে ভক্তদের মনে প্রশ্ন। কবে বিয়ে করবেন তিনি? আর কেমন ছেলেই বা পছন্দ করেন?
সাম্প্রতি তিনি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই নিজের বিয়ে নিয়ে বলেছেন, বিয়ে নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। যাদের কাজ নেই তারা আমার বিয়ে নিয়ে গুজবেই ব্যস্ত থাকে। বিয়ে মানুষের জীবনের একটি অনেক বড় সিদ্ধান্ত। আমি নিজের পছন্দে নয়, বাবা মায়ের পছন্দেই বিয়ে করবো।
এ সময় তিনি আরও বলেন, আমরা অনেক কষ্ট করে কাজ করি। আমাদের কাজটা দেখবেন। কাজ নিয়ে ভালো মন্দ বলবেন। কীভাবে শুধরানো যায় সেটাও বলবেন। কোনো কাজকে খারাপ বলা অনেক সহজ বা ফেসবুকে কমেন্ট করে দেওয়া অনেক সহজ। কিন্তু গঠনমূলক সমালোচনায় কাজকে উৎসাহ সবাই দিতে পারেন না। সবার কাছে সমর্থন চাই। দেখুন, রিভিউ লেখা অনেক সহজ। কাজ নামানো অনেক ডিফিকাল্ট। সমালোচনাটা যেনো লজিক্যাল হয় সেই দিকে খেয়াল রাখা উচিৎ। নাটক নিয়ে আজে বাজে মন্তব্য না করে, একটা ছোটো গল্প দিয়ে দিবেন। আপনারা ভালো আইডিয়া দিলে সেটাও গ্রহন করবো আমরা। যে-ই সমালোচনা করুন, অবশ্যই আপনার ক্রেডিটসহ করুন। ভালো হয়নি, ফালতু, বস্তা পচা না বলে আমাদের গল্প দিন, আইডিয়া দিন।
নিজের অভিনয় দক্ষতা দিয়ে এই অভিনেত্রী কোটি দর্শকের মনে যায়গা করে নিয়েছেন। বিশেষ করে ‘বড় ছেলে’ নাটকটি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা দিয়েছে তাকে। সবার প্রিয় অভিনেত্রী মেহজাবিনের জন্য ভক্তদের ভালবাসা থাকবে অবিরত।