দক্ষিণ সুরমায় মোবাইল কোর্টের অভিযান : দুটি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১০:৪৫:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
নগরীর দক্ষিন সুরমার পুলের মুখে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে। সোমবার দুপুরের দিকে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে দুটো হারবাল ফার্মেসিতে আলাদাভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ ওষুধ জব্দ করা হয়।
এসময় রোজ ইউনানী ফার্মেসিকে অবৈধ সিরাপ রাখার জন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় সাড়ে ৮২ হাজার টাকা মূল্যের ২শ ৩৬ বোতল অবৈধ সিরাপ জব্দ করে ধ্বংস করা হয়। একই সময় অঞ্জলী মেডিসিন সেন্টার নামে একটি ফার্মেসিকে অবৈধ ওষুধ রাখার জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের প্রায় ৫৫ হাজার টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করা হয়। পরে জব্দ করা ওষুধ সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রঙ্গনে এনে ধ্বংস করা হয়।
অভিযানে সুনন্দা রায়ের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সিলেটের ড্রাগ সুপার মো.কামরুল ইসলামসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।