ধর্মপাশায় স্বাগত জানিয়ে মিছিল
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১০:৫৯:০৬ অপরাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব খান ও সহ সম্পাদক ওয়াসিম আকরাম সুনামগঞ্জের ধর্মপাশায় আগমন করায় তাদেরকে স্বাগত জানিয়ে গতকাল সোমবার দুপুরে উপজেলার সদর বাজারে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন তালুকদার, সুজাদ আহমেদ, শুভন চৌধুরী টিটো, সাধারণ সম্পাদক আল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাগর, সাকিল খান প্রচার সম্পাদক সাদাত হাসান, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক, উপজেলা ছাত্রলীগ নেতা আবু ফাত্তাহ রাসেল, তৈমুর রেজা, দেবল চন্দ্র কর, ওমর, রাকিব সরকার, ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ নেতা কিরণ আহমেদ, মুরছালিন তালুকদার, প্রিয়াম তালুকদার, সাফা পুরকায়স্থ প্রমুখ। মিছিল শেষে ওই দুজন কেন্দ্রীয় নেতাসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা সদরের ধর্মপাশা গ্রামের কৃতি সন্তান সাবেক সাংসদ প্রয়াত আবদুল হেকিম চৌধুরী ও ধর্মপাশা উপজেলা আওামী লীগের সাবেক সভাপতি প্রয়াত হাবিবুর রহমান জ্যোতি মিয়ার কবর জিয়ারত করেন।