ওসমানীনগরে শিক্ষানুরাগী ছুরাব আলী মাস্টার আর নেই
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১১:০১:০৫ অপরাহ্ন
ওসমানীনগরের প্রবীণ মুরব্বী শিক্ষানুরাগী আ’লীগ নেতা ছুরাব আলী মাস্টার (৭০) আর নেই। গতকাল ৮ জুলাই সকাল পৌনে ১১টায় সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি চিকিৎসধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ৮ছেলে, ১ মেয়ে, নাতি নাতনী,আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।
গতকাল বাদ মাগরিব মরহুমের নিজ গ্রাম উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর শাহী ঈদগাহে জানাজা শেষে কাদিপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম ছুরাব আলী মাস্টার কর্মজীবনের শুরুতে তাজপুর কদমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরবর্তিতে তিনি শিক্ষকতা পেশা ছেড়ে ব্যবসা বাণিজ্য করেন। তিনি দীর্ঘদিন তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য, অভিবাবক প্রতিনিধি সদস্য, সহ-সভাপতি ও সর্বশেষ সভাপতি ছিলেন।
এছাড়াও তিনি এলাকার বিভিন্ন মসজিদ মাদরাসা পরিচালনার দায়িত্বে ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তিনি ওসমানীনগর উপজেলা আ’লীগের সাবেক সদস্য ছিলেন। দলমত নির্বিশেষে সকল মানুষের সাথে তার সুসম্পর্ক ছিল। মরহুমের জানাজা নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজনসহ সহ¯্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।