কাতারে কমিউনিটি নেতা ছাত্তারের এওয়ার্ড লাভ
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১১:০৫:১৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখার বিশিষ্ট সমাজসেবক জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার শাখার সভাপতি ও কাতারস্থ বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা আব্দুছ ছাত্তারকে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্প্রতি কাতারের হলিভিলা ফাইভ স্টার হোটেলে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওয়াইড সিরিজ ২০১৯ এর কনফারেন্সে বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য তাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সিএনআরবি’র চেয়ারম্যান শাকিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাতারস্থ বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদুত আশুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতিহাস বিশেষজ্ঞ ড. হাবিব, কাতার ইউনিভার্সিটির প্রফেসর ড. আনোয়ার, বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ড. সবুর খান, বাংলাদেশ কমিউনিটি অব কাতারের সভাপতি প্রকৌশলী মো. আনোয়ার, কাতার এরাবিয়ান এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার নুরুল কবির চৌধুরী প্রমুখ।
পরে অতিথিবৃন্দ কাতারস্থ বাংলাদেশ কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য কমিউনিটি নেতা আব্দুছ ছাত্তারকে অ্যাওয়ার্ড প্রদান করেন।