গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যানের মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১১:২৪:২১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি ::
গোয়াইনঘাটের আলীরগাঁও ইউপির একাধিক বারের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুছ সামাদ কুটি মিয়ার সহধর্মীনি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. গোলাম আম্বিয়া কয়েসের মাতা মালেকা বেগম (৬৫) আর নেই(ইন্না—- রাজিউন)। রোববার দিবাগত রাত দেড়টায় বার্ধক্যজনিত কারণে পূর্ননগরস্থ গ্রামে নিজ বাড়িতে ইনতেকাল করেন। মৃত্যুকালে ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
সোমবার বাদ জোহর খাদ্য গুদাম প্রাঙ্গইে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহনে নামাজে যানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। এলাকার প্রবীন এই মহিলার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছলিম উল্লাহ সেলিম, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মালিক, সম্পাদক মিনহাজ উদ্দিন, যুক্তরাষ্ট্রের মিশিগানস্থ বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের সভাপতি এম সফিক রহমান, গোয়াইনঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সম্পাদক ছালেরাজাসহ সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ।