ভাটেরিয়ান সদস্য সচিব আমিরাতে সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১১:৩২:৫৪ অপরাহ্ন
ভাটেরিয়ান সিলেট এর সদস্যসচিব শামীম আহমদ গত ২৮ জুন সংযুক্ত আরব আমিরাত সফরে যান। এ উপলক্ষে গত ৪ জুলাই সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ভাটেরিয়ানরা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
ভাটেরিয়ান আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সামছুল করিম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাটেরিয়ান সিলেট এর সদস্যসচিব শামীম আহমদ বলেন, আমরা ভাটেরিয়ানরা সিলেট-ঢাকা সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছি। সুনাম-সুখ্যাতি আছে। কিন্তু যে বিষয়টি আমরা শঙ্কার সঙ্গে উপলব্ধি করছি-তা’ হচ্ছে সামাজিক-যোগাযোগ, সম্প্রীতি ও প্রজন্মের পারস্পরিক সম্পর্কের শূন্যতা। আমরা স্বদেশ বা বিদেশের যেখানেই থাকি না কেন আমাদের উচিত হবে দল-মত নির্বিশেষ এই শূন্যতাগুলো দূর করে ঐক্যবদ্ধ ভাটেরা গঠন। ভাটেরার উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠাই নবগঠিত ভাটেরিয়ান সিলেট এর মূল লক্ষ্য। এছাড়া, বিশ্বের বিভিন্ন স্থানে যে সকল ইউনিট হবে, যেমন- ভাটেরিয়ান ইউ এ ই, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালী, সৌদি আরব ইত্যাদি-সকলেরই লক্ষ্য হবে এক। নিজ নিজ অবস্থান থেকে ঐকান্তিকভাবে কাজ করলে ঐক্যবদ্ধ ভাটেরা গঠনে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। বিদেশের মাটিতে ভাটেরিয়ান ইউ এ ই ইউনিট গঠনের উদ্যোগ গ্রহণ করায় আল-আইন প্রবাসীদেরকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
হাজী আব্দুর রহীমের পবিত্র কুরআান তেলাওয়তের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাতির মিয়া, হাজী মখলিছ মিয়া, বদরুল হোসেন, লোকমান হোসেন আনু, আব্দুল হক, আব্দুল কাদির, সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, মুহিবুর রহমান, হেলাল আহমদ সিদ্দিকী ও ফজলু মিয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- রিয়াজ আহমদ, শাহীনুল ইসলাম মোহন, নাহিদ আহমদ চৌধুরী, সুমন আহমদ, রুফল আহমদ, আলতাব হোসেন ও শেখ মধু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ-ব্যবসায়ী আতাউর রহমান ও সাবেক বিশিষ্ট ছাত্রনেতা সাঈদ আহমদ।
অনুষ্ঠানে শাহ মোহাম্মদ আব্দুল কাদেরকে আহ্বায়ক ও সামছুল করিম জাহাঙ্গীরকে সদস্যসচিব করে ভাটেরিয়ান ইউ এ ই গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আগামী ১২ জুলাই এক সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি