জুড়ী উপজেলা প্রেসক্লাবকে ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক কম্পিউটার প্রদান
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১১:৪৭:০৮ অপরাহ্ন
জুড়ী উপজেলা প্রেসক্লাবকে সংযুক্ত আরব আমিরাতস্থ জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি কম্পিউটার প্রদান করেছে। গত রোববার রাতে এ উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএম মোঈদ ফারুক।
জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.এ.ই’র প্রধান পৃষ্ঠপোষক মো. আজমল আলীর সভাপতিত্বে ও জুড়ী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.এ.ই’র সাধারণ সম্পাদক রাখেন মো. মর্তুজ আলী, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. সিরাজুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সভাপতি মঞ্জুরে আলম লাল, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এমএ মোহাইমিন মুহিন, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.এ.ই’র সহ-সভাপতি আব্দুল হান্নান, আবুল হোসেন, জুড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম- আহবায়ক আব্দুল হান্নান প্রমুখ।