প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার দিলেন পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১১:৫০:১৪ অপরাহ্ন
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত পক্ষ থেকে পাগলা হাইস্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র কাদিপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে প্রতিবন্ধী তৈয়বুর রহমানকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ২ টায় মন্ত্রীর বাসভবন হিজল বাড়িতে এই হুইল চেয়ার প্রদান করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
হুইল চেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব হাসনাত হোসেন, দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়জুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি ভান্ডারী, যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম, যুবলীগ নেতা মাহবুব রুবেল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মাহমুদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সমিরণ দাস সুবির সহ প্রমুখ।